চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাখি উপলক্ষে ভোডাফোনের নতুন এড টা দেখে আরেকটা গল্প মনে পড়লো।
সেদিন দুপুরে আমি ঘুমাচ্ছিলাম আর সব দিনের মতই।
হঠাৎ শুনি ভাইয়া কার সাথে যেন মোবাইলে খুব জোরে জোরে গল্প করতেসে।
ভাইয়া তখন চিটাগং এ চাকরি করত। ও বাসায় এসেছে এই খুশিতে আমি উঠে গেলাম। তখন ভাইয়া ফোনটা আমাকে দিয়ে বললো কথা বলো।
আমিতো অবাক, কার সাথে কথা বলবো??
আমি ফোন ধরেই শুনি সালমা, চিৎকার করতেসে ফোনে- হতচ্ছাড়া, পাজি তুই মোবাইল নিসিস আমাকে বলিস নাই?
আমি পুরাই কনফিউজড।
: আমি যে মোবাইল নিসি আমি নিজেই তো জানি না। আমার মোবাইল কই??
: তো এইটা কার নাম্বার?
আমি এবার সেটটা কান থেকে সরায় হাতে নিয়ে দেখি কমলা রঙের ব্যাঁকা একটা সেট।আবার কানে নিয়ে বললাম, এইটা কার ফোন জানি না।
ওদিকে বেয়াদপ বান্দরটা হেসেই কুটিপাটি।
ভাইয়ার দেখলাম তার ৩২ দন্ত বিকশিত করে এখটা হাসি দিয়ে চলে গেল।
তখনকার মত আমি কথা শেষ করে ডাইনিং এ গেলাম, মা আর ভাইয়া ওখানে আড্ডা দিচ্ছিলো।
আমি গিয়ে ঢুকতেই ভাইয়া, ছিঃ নাহিন তুমি নতুন ফোন নিসো আর সালমাকে বল নাই। এসব তো ঠিক না।
আম্মা হাসতেসে। আমি চোখ মুখ কঠিন করার চেষ্টা করে বললাম, তুমি নতুন ফোন নিসো আমার জন্য, কই আমারে তো বলো নাই।
কিন্তু সফল হইলাম না।খুশিতে তখন আমি হাঁটার বদলে লাফায় বেড়াচ্ছি।
সবাইকে ফোন করে করে নাম্বার দিয়েছিলাম।
কমলাটার ছবি পেলাম না খুঁজে কোথাও
এটা আমার প্রথম মোবাইলের গল্প ।
ভাইয়া গিফট করেছিলো বুয়েটে ভর্তি উপলক্ষে, যেটা তার গুনধর বোন সাত সপ্তাহের মাথায় হারিয়েও ফেলেছিলো । মিডটার্মের ছুটির আগের দিন ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২০