![]()
![]()
মাসুমার কথা মনে আছে আপনাদের ?
নরসিংদীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পাশ করে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত অবস্থায় অবরোধের সময় বাসের ভেতরের আগুনেই তার জীবনের সব আশা শেষ হয়ে যায় । হাসপাতালে ১৪ দিন থাকার পরও আশা আর পূরণ হয় নি তার ।
আজ তার জন্মদিন ।
![]()
শুভ জন্মদিন বোন ।
আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি সেই জীবনেই শান্তি পাও ।।
একনজরে মাসুমার সংক্ষিপ্ত পরিচয় ।
Masuma Heru
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক
স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় ।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল-এর আবাসিক ছাত্রী ছিলেন ।
Baduar char high school থেকে এসএসসি এবং
নরসিংদী সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন ।
সেই সময়ে সমকাল পত্রিকায় তার যে খবরটি ছাপা হয়েছিল ।
স্বপ্ন ছিল বড় ব্যাঙকার হবো ।
ছবি আর কিছু তথ্য মাসুমার ফেসবুক প্রোফাইল থেকে নেয়া, কিছু তার বান্ধবীদের কাছ থেকে নেয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



