
আমার অপেক্ষায় ছিল বিমূর্ততা
কিছু খাপছাড়া এলোমেলো কথা
কিছু সাংবাদিকের তির্যক দৃষ্টি
কিছু রাজনীতিবিদের প্রলোভন
কিছু প্রকাশকের প্রশংসার কামান
সেগুলোকে পাশ কাটিয়ে এসেছি।
আমার অপেক্ষায় ছিল ফড়িং
আনমনা উদাস বকের ঝাঁক
পৃথিবীর প্রতিটি পথের বাঁক
হয়তো আধপোড়া চাঁদও ছিল
পথ চেয়ে ছিল রাতের বাতাস
পাশ কাটিয়ে চলে এসেছি।
আমি শুধু তোমার জন্যই জন্মেছি
তোমার ধ্যানে আমার মুক্তি
তোমার আকাশে আমার বিচরণ
তোমার কণ্ঠস্বর আমাকে হাসায়
অনন্তকালের জীবন স্রোতে ভাসায়
কত প্রেম আছে এই বুকে
না জেনেই মরে যাচ্ছ ধুকে ধুকে
তাই কি আবার হয় নাকি হে প্রিয়া!
আমি মেডিকেল টিম গঠন করবো
তরতাজা স্নায়বিক বিপ্লবে গাইব গান
মহান প্রভুকে করবো বারবার আহবান
আমার প্রিয়ার জীবন করো দান
আমার প্রিয়া যেন অমর হয়ে রয়
হবেই হবে প্রেমের জয় নিশ্চয়!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২২ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



