আছি প্রতিক্ষায় ফাগুন বন ছায়
নিঃশ্বাসে আছে স্বপ্নের তীব্র বিস্ফোরণ
তুমি আছো ও পাড়ে নিরব অভিসারে
চারিদিকে ভ্রমরের গুঞ্জরণ।
বেলা শেষে আসো যদি আবার এই দেশে
বিচিত্র গানের ব্যঞ্জনায়।
আমি তবে কবি হবো, ওই চোখে ছবি হবো
রিক্ত দেহ রবে নিঃস্ব হায়!
কত কাল দেখি নাই, দুই চোখ খুলি নাই
বিষন্ন সংগীত শুনেছি
আমাদের রাত্রি, যে পথের যাত্রী
সেই পথে একা দিন গুনেছি।
তুমি শুধু গান গেয়ে, বিকেলের রোদে নেয়ে
অহম বোধের তানে নেচেছ
তবু হায় ভালবাসা, শূন্যে দূর্বাশা
সাদা রুমালটা কেন নেড়েছ?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৮