জোনাকির মতো মিটিমিটি জ্বলছে জীবন
আমার মনের ক্যনভাস সাদা বকের মতো
উড়ছে আজ কোন ধ্বংসস্তুপের পিছে?
কোন অভিমানী দিন ডাক দিল আজ হায়!
জীবন আজ বুকের ব্যথার মত অসহায়।
ছবির মত তুমি কি নেই আমার সাথে মিশে?
অবাক ছবি আঁকছি দেখ এখন এই হাতে।
"জীবন সুস্থ সুন্দর হোক" এই আহ্বান শুনে
কেউ বলেনিতো এ আমার অপরাধ!
কেন সামান্য বাতাসে মন উড়ে যায়
আলোকবিহীন এই গম্ভীর রাতে?
জোনাকির মতো মিটিমিটি জ্বলছে জীবন
কেন চলছে আজও জীবনের অনন্ত দহন?
সবুজ বৃক্ষ আজ হয়েছে কি গাঢ় লাল?
নীল আকাশ কি হয়েছে টাল মাতাল?