আমার চোখ আজ বিবর্ণ কবিতার মত নিঃস্ব
যেন আর্তনাদ আর আহাজারির দীর্ঘ মিছিল
অন্ধকারের তীব্রতায় আমি ডুবে যাচ্ছি এখানে
কোনো আগন্তুক এখানে আসবে না কোন দিন
কোন শব্দ এখানে আসবে না কোন কালে
কোন আকাশ এখানে ছড়াবে না ঊর্ণাজাল
কোন গভীর শোক এখানে প্রবেশ করবে না
কোন গান বাজবে না বিমূর্ত আহ্বান নিয়ে
আমি স্তব্ধতায় সীমাহীনতার সঙ্গে বেঁধেছি ঘর
কোন বন্ধন আমার না থাকুক এই মিনতি করি।
আমি মুক্তির ইন্ধনে এখানে এসেছি, থাকব
এখানেই আমি অনন্তের সম্ভার খুঁজে পেয়েছি
এখানেই আমি অন্তিম নির্জনতার স্বাদ পেয়েছি
হে মহাপৃথিবী, বিদায় তোমার আলো থেকে
এই অন্ধকারেই আমি খুব খুব ভালো আছি।