
একটি অবিশ্বাস্য দিন ডাকছে তোমাকে
সম্পূর্ণ নতুন ব্রান্ডের বোতলজাত দিন-
যার ভেতর আছে নেশা, নেশা এবং নেশা।
তুমি চেয়ে দেখ আজ সেই দিন নাকি?
এবং তীব্র পিপাসা তোমার হৃদপিণ্ডে
যেভাবে হামাগুড়ি দিয়ে চলে অনর্গল,
সেভাবে সেই দিনটি দীর্ঘ নদী পেরিয়ে
তোমার দরজায় কড়া নাড়ে, কড়া নাড়ে।
তুমি বসে বসে ভাবো, এ কেমন শব্দ,
এ ধ্বক ধ্বক শব্দে কে কড়া নাড়ছে?
এ কম্পন বার বার শুনতে ইচ্ছে করছে
এবং তোমার হাতটা কেমন অবশ হয়ে গেছে
কপালটার মাঝখানে কেমন ঝিম ঝিম করছে
তুমি যেন ভুলে যাচ্ছ তোমার শ্রবণের অনুভুতি
যেমন ভুলে গেছ কিভাবে ভুলভাবে ট লেখে।
তুমি কেমন যেন ঠান্ডা হয়ে গেছ মূর্তির মত
এবং হোমার যেন তোমাকে বেঁধে ফেলেছে চেয়ারে
যে চেয়ারে তুমি এতকাল ঘুমিয়েছ অবিরাম
এখন তুমি নিদ্রাহীনতার রাজ্যে প্রবেশ করেছ
এবং হেলেন তোমার চুলগুলো এলোমেলো করছে
তুমি নেশায় বিলীন হয়ে যাচ্ছ বারবার বারবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


