কথা দিয়েছিলাম নিজেকে
বলবোনা কখনো ভালবাসি
এবং কথাটা রেখেছি অনেক দিন
আজ হঠাৎ তোমায় দেখে মনে হল
কথা দিয়ে কথা রাখতে হবে এমন তো নয়
কথা তো দেওয়াই হয় কথা না রাখার জন্য
কিন্ত কথা যে আমায় রাখতেই হল
তুমি আমার প্রতিজ্ঞা ভাংতে দিলে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১২ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




