আমার প্রথম কলমটা মনে হয় কালো রঙের ছিল, এখন মনে নাই। তবে লিখতে গেলে হাতের আঙুলে কালি লাগতো। আর কালির অন্যরকম একটা গন্ধ আছে।
আমার সব সময় কাগজ, কলম, খাতা এইগুলি খুব ভালো লাগে। আমি স্কুলে নতুন বছর শুরুর সময় অনেক খাতা, কলম আর কালি নিয়ে বসে থাকতাম একা একা। সবকিছুর গন্ধের মধ্যে কেমন একটা অভিযান অভিযান ভাব।
আমার নিজের পুরা একটা কালির দোয়াত ঠিক কত বয়সে হয়েছিল এখন মনে নাই। কিন্তু ওই আনন্দে আত্মহারা ছিলাম মনে আছে । আর অনেক দুষ্টামিগুলিও। কারও পিছনে বসলে সামনের মেয়ের ওড়না তাক করে কলম ঝাঁকি দিতাম। আর সাদা ওড়না ভরতি নীল কালির বিন্দু! দারুণ! আমার ওড়নাতেও কত ছিল।
এখন আমার কোন ফাউন্টেন পেন নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




