এখানে দেওয়া আছে ২০১১ সালের সবচেয়ে কমন পাসওয়ার্ড গুলো।
অনলাইনে যে কোন একাউন্ট কে নিরাপদ রাখার জন্য আমরা সব সময় খুব কঠিন পাসওয়ার্ড দিয়ে থাকি। আমি এ পোস্টে নিশ্চয় কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় তা শিখাবো না তবে আপনার দেওয়া পাসওয়ার্ডটি কতটুকু নিরাপদ তা জানা যাবে।
১. প্রথমে এখান থেকে মজিলার BadPass এডঅনটি ইনস্টল করে নিন।
২. এবার tools থেকে BadPass Preference সিলেক্ট করলে নিচের মতো উইন্ডো পাবেন।
এখান থেকে Disable From submission handling সিলেক্ট করুন।
৩. এবার পরীক্ষা করার পালা। আপনার যে কোন একাউন্ট ব্লগ কিংবা ফেসবুক লগইন করুন। দেখবেন পাসওয়ার্ড টাইপ করার সময় পাসওয়ার্ড বক্সটির রং পরিবর্তন হবে।
নিচের ছবিতে দেখুন:
আমার ব্লগের পাসওয়ার্ড
পাসওয়ার্ড বক্সটি লাল হয়ে গিয়েছে। মানে খুব দুর্বল একটা পাসওয়ার্ড
পাসওয়ার্ড বক্সটি হলুদ হয়ে গিয়েছে। মানে খুব শক্তিশালী না আবার দুর্বল ও না।
কিন্তু আমার দরকার শক্তিশালী পাসওয়ার্ড। তাই আবারো চেন্জ করলাম। এবার দেখুন
মু হা
এভাবে সব অনলাইন একাউন্টের পাসওয়ার্ড চেক করতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


