

"webdriver Torso" হলো ২০১৩ সালে চালু হওয়া একটি অদ্ভুত ইউটিউব চ্যানেল ...
এই চ্যানেলটিতে প্রায় প্রতি মিনিটেই ১১ সেকেন্ডের একটি করে ভিডিও আপলোড দেওয়া হয়। এই পর্যন্ত ৭৭ হাজার ভিডিও আপলোড দিয়েছে চ্যালেনটি। ভিডিওগুলিতে কিছু লাল ও নীল রংয়ের আয়ত দেখা যায় আর বিপ বিপ করে কিছু শব্দ শোনা যায়। এইটূকুই ... আর কিছুনা ... এই চ্যানেল বা তার ভিডিওগুলির অর্থ কেউ আজ পর্যন্ত বের করতে পারেনা...
২০১৫ সালের দিকে গুগল দাবি করে এই চ্যালেনটি তাদের বিশেষ কিছু টেস্টের জন্য ব্যাবহার করা হয়। কি ধরনের টেস্ট ? এই ব্যাপারে তারা কিছু জানায়নি।
কন্সপাইরেসি থিওরিস্টদের মতে এই চ্যানেলটি এলিয়েনরা খুলেছে আর ভিডিওগুলির মাধ্যমে তারা মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। আরেক দলের মতে এটি প্যারালান ইউনিভার্সের কোন চ্যানেল যেটা ঘটনাক্রমে এখানে দেখা যায় .. কিন্তু তাদের ভাষা আমরা বুঝিনা বলে সেটা আমরা দেখতে পাইনা। ইউটিউবে এই চ্যানেলের নাম লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টগুলোকে লাল আর নীল রংয়ের আয়ত ঘিরে ধরে ইন্টারনেটের আনসলভড মিস্ট্রিগুলোর ভিতরে এটি অন্যতম।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


