তোমার প্রথম পত্র, যদিও একটি কবিতা.................
আকাশ,
আমি ডুবে যেতে চাই
তোমার অন্তরের গহীন ভালবাসার তলদেশে।
পেতে চাই তোমার ভালবাসার সবটুকু,
তোমার ধ্যনে সর্বদা নিমগ্ন থাকতে চাই,
তোমার হৃদয়ের দেয়ালের সব খানে
লিখে দিতে চাই আমার নাম,
যার প্রতিটি অক্ষর হবে
ভালবাসার সূর্যের প্রতিটি রশ্নি,
প্রতিটি কিরন যা তোমাকে সর্বদা
প্রজ্বলিত করবে।
এক অফুরন্ত আলোয় ভরিয়ে তুলবে,
যার ভিতর অন্য কেউ থাকবে না,
শুধু আমারই কৃতিত্ব থাকবে সেখানে,
যার প্রতিটি ইট হবে
আমার ভলবাসার এক একটি সোনার বিন্দু।
তোমার ভালবাসার প্রতিটি ইন্দ্রজালে
আমি জরিয়ে থাকতে চাই।
পৃথিবী যেমন রাতের বুকে ঘুমিয়ে থাক
আমিও তেমনই তোমার বুকে ঘুমিয়ে থাকতে চাই সারা জীবন।
ইতি,
বৃষ্টি (ছদ্দ নাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



