আমার চতুর জীবন
আমি শুদ্ধ প্রেমে মগ্ন
স্বর্গের পরী এসেছিল
সত্য বলছি ভেব না স্বপ্ন
চলতি বাসে আমার দিকে ছুড়েছিল মুচকি হাসি
ওর সাথে হয়তো ছিল অন্য কোন যুবক
কিন্তু তাতে আমি দিশেহারা হয়ে যাই নি
কারন আমি পরিকল্পনায় দক্ষ।
তুমি অনন্যা, তুমিই অনন্যা,
তুমি অনন্যা, আমি সত্য মানছি।
ভেসে যাওয়া মেঘের মাঝে তোমার মুখ ভাসে।
আমি ভেবেই পাই না আমি কি করব?
কারন আমি তো তোমাকে পাই নি।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




