রণসঙ্গীতঃAzad Hind Fauj Click This Link
মূল গানঃকদম কদম বাড়হায়ে যা।
ছায়াছবিঃসমাধি Click This Link)
অনুবাদঃইশতিয়াক আব্দুল্লাহ্ ইউছুফ মজুমদার।
--------------------------------------------------------------------
কদম কদম এগিয়ে যা,খুশিরই গান গেয়ে যা,
জীবন যে তোর জাতির তরে,তুই জাতির পরে লুটিয়ে যা।
তোর জন্যে কত দেশভক্ত প্রতীক্ষায় ব্যাকুল,
হিমালয়ের শিখর গুলো তোরে ডেকে যায় আকুল।
জন্মভূমি বহুদূরে
তবু তার তরে গান গেয়ে যা।
কদম কদম এগিয়ে যা,খুশিরই গান গেয়ে যা,
জীবন যে তোর জাতির তরে,তুই জাতির পরে লুটিয়ে যা।
কঠিন বড় এই সফর,বড় রুক্ষ এই পথ,
বিপদে কভু মচ্কায়না,বীর সৈনিকের শপথ।
তুই ছেলেখেলা কর বজ্র দিয়ে,
ঝড় তুফানে হেসে যা।
কদম কদম এগিইয়ে যা,খুশিরই গান গেয়ে যা,
জীবন যে তোর জাতির তরে,তুই জাতির পরে লুটিয়ে যা।
হারিয়ে যাচ্ছে ভাইটি যে তোর,হারায় যদি হারিয়ে যাক,
জাতির ভাগ্য গড়ার তরে,নিজ বাড়ীঘর উচ্ছন্নে যাক।
হারীয়ে মাত্র একটি ঘর,হাজার ঘর তুই গড়ে যা।
কদম কদম এগিইয়ে যা,খুশিরই গান গেয়ে যা,
জীবন যে তোর জাতির তরে,তুই জাতির পরে লুটিয়ে যা।মূল গানঃকদম কদম বাড়হায়ে যা।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




