হিন্দু বিধবাকে বেদম
পিটিয়ে জখম করেছেন এক
আওয়ামী লীগ নেতার পুত্র। এ
ঘটনায় তিনজনকে আটক
করেছে পুলিশ। পটুয়াখালিরর
কলাপাড়া আওয়ামী লীগ নেতা ও
ইউপি মেম্বার সোবাহান
বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস এ
ঘটনা ঘটিয়েছেন। অসহায় ওই
মহিলাকেকলাপাড়াহাসপাতালেভর্তিকরাহয়েছে।
রোববার রাতে কলাপাড়া পৌর
শহরের নাচনাপাড়া এলাকায়
বঙ্গবন্ধু কলোনীতে এ
ঘটনা ঘটে।
এতে ভুক্তভোগী রানী দাস
কলাপাড়া থানায়
একটি মামলা দাখিল করেছেন।
মামলার বক্তব্য অনুসারে,
সংখ্যালঘু
বিধবারাণীদাসকেকুপ্রস্তাবেরাজিকরতেনাপেরেঘর
থেকেটেনেহিচড়েবাইরেএনেবেধড়ক
মারধর করেছে রিপন বিশ্বাস।
এরপর থেকে একমাত্র ছেলে কৃষ্ণ
দাসকে নিয়ে চরম
নিরাপত্তহীনতায় রয়েছেন ওই
বিধবা। এ ঘটনায় শৈলেন বেপারী,
বাবুল মিস্ত্রি ও মূল
আসামি রিপন বিশ্বাসকে আটক
করেছে পুলিশ। রাণী জানান,
দীর্ঘদিন তাকে নানা প্রস্তাব
দিয়ে বিরক্ত করে আসছিল
ইউপি মেম্বার আওয়ামী লীগ
নেতা আব্দুস সোবাহান বিশ্বাস।
এতেরাজিনাহয়েবিভিন্নভাবেভিটাথেকেউচ্ছেদের
ষড়যন্ত্র করে আসছিল
মেম্বারসহ ওই এলাকার কল্যাণ
বেপারী, শৈলেন বেপারীসহ
একটি চক্র। অবশেষে রোববার
রাতে ঘর থেকে টেনে হিচড়ে বের
করে রড, লাঠি দিয়ে বেধড়ক
মারধর করা হয়েছে তাকে।
বিবস্ত্র
করে শ্লীলতাহানি ঘটানো হয়েছে।
ওই রাতে রক্তাক্ত জখম
অবস্থায়
রাণীকেকলাপাড়াহাসপাতালেভর্তিকরাহয়।
বৃহস্পতিবার
দুপুরেকলাপাড়াপ্রেসক্লাবেগিয়েসাংবাদিকদের
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন
রানী দাস। কলাপাড়া থানার
ওসি কেএম তারিকুল ইসলাম
জানান, থানায় অবগত করার
সঙ্গে সঙ্গে তড়িত
ব্যাবস্থা নেয়া হয়েছে।
সূত্র মানব জমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




