ছয়টি বিষয়ের সমষ্টির নাম তাওবাহ।
(১) পূর্বে যে পাপ করা হয়েছে, সে
সবের জন্য মনে মনে অনুতাপ করা।
(২) ভবিষ্যতে পাপে লিপ্ত না হওয়ার
প্রতি সজাগ থাকা।
(৩) আল্লাহ পাকের যে সকল হক নষ্ট করা
হয়েছে তা সম্পাদন করা।
(৪) মানুষের যে সকল হক নষ্ট করা
হয়েছে, তা আদায় করা।
(৫) হারাম বস্তু খেয়ে শরীরে যে
গোস্ত উৎপন্ন হয়েছে তা ক্ষয় করা।
(৬) যে সকল পাপের স্বাদ ও মিষ্টতা
আস্বাদন করা হয়েছে, তদনুরুপ শরীর ও
মনকে সাধনার তিক্ততা ভোগ করতে
দেওয়া।
(হযরত আবু বকর কেতানী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




