মন বড্ড বেশী প্রেমকাতর
ভালোবেসে কাউকে আকড়ে ধরতে চায় বারবার।
প্রাণ কেঁদে মরে অকারন
কেন যেন ঠিক সুরে সুর মিলেনা;
তাল কেটে যায় ।
বড্ড বেশী একঘেয়ে লাগে আজকাল
আকাশ বড় হচ্ছে দিনদিন
তবু নিজের জায়গাটুকু খুঁজে পেতে হন্য হয়ে যাই
আকাশ থেকে আকাশে বিচরন
মুক্তির স্বাদ মেলেনা তারপরও।
সেই আকাশে নানা রঙের খেলা চলে
কখনও রামধনুর বর্ণচ্ছটা
কখনোবা মেঘের ঘনঘটা।
উড়তে উড়তে ক্লান্ত হয়ে শেষে
নিজের জীর্ণ কুটিরে এসেই আশ্রয়
অন্য কোন রাজ্যে হারিয়ে যাওয়া হয়না।
পথ ভুলেও অন্য পথে হাটিনা।
একবার হলেও আমি পথ ভুলে যেতে চাই
উড়তে চাই ছোট্ট আকাশে
বলতে চাই এই সেই আকাশ;
যে আকাশে ওড়ার বড় সাধ ছিল।
হাটতে চাই সেপথে যে পথে ক্লান্তি নেই
যে পথের প্রান্তর নেই;
পথের শেষে কল্পলোক-সে এক ভিন্ন জগত
তোমার আমার জগত থেকে সম্পুর্ণ আলাদা
তাতে ভয় পাইনা আমি
ভয় হয় হারানোর
তোমাকে যদি না পাই খুঁজে ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




