২৭ আষাঢ়, ১৩৩৮
আব্বা,
আমার সালাম ও কদমবুসি গ্রহন করুন। জীবনে যত অপরাধ ক্ষমা করে দেবেন। আমি আজ চলে যাচ্ছি, জানি না আর ফিরে আসব কি না। যদি ফিরে আসতে পারি তাহলে দেখা হবে। আল্লাহর কাছে দোয়া করেন, যেন আপনার ছেলে এ দেশের মুক্তিসংগ্রামে গাজী হতে পারে। আমি জীবনে কোন দিন আপনাদের সুখ দিতে পারি নাই। জনিনা দিতে পারব কি না। দোয়া রাখবেন। আপনার থেকে যে টকা নিচ্ছি, মামার কাছ থেকে এনে মহাজনকে দিবেন। আর মামাকে তার চিঠিটা দিবেন। মায়ের প্রতি নজর দিবেন। আমি জানি, আমি চলে যাবার পর মায়ের মাথা আরও খারাপ হবে। কিন্তু এ ছড়া আমার পথ নেই। তার প্রতি নজর রাখবেন। সইয়েদকে হাতে হাতে রাখবেন।বুবুকে আমার সালাম দিবেন।আমি যাচ্ছি কলকাতর পথে।কেউ জিজ্ঞেস করলে বলবেন বরিশাল গেছে।আর আমার সব অপরাধ ক্ষমা করে আল্লাহর কাছে দোয়া করেন যেন সহিসালামতে আবার ফিরে আসতে পারি। কাকুকে আমার সালাম দিবেন।
ইতি
আপনার স্নেহের টুকরো
হক
=============================================
চিঠি লেখক: মুক্তিযোদ্ধা হক। পুরো নাম আজিজুল হক।
চিঠি প্রাপক:
বাবা হামিজউদ্দিন, হাওলাদার, গ্রাম: আ-কলম, থানা: স্বরুপকাঠি, জেলা: পিরোজপুর
চিঠিটি পাঠিয়েছেন: মুক্তিযোদ্ধার ছোট ভাই মো: শাহরিয়ার কবীর, সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টরনেটিভ (ইউডা), রোড-২৫, বাড়ি ৩০১, ধনমন্ডি, ঢাকা।
=============================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




