১৯ই নভেম্বর ১৯৭১ সন
আমার মা,
আশাকরি ভালই আছ। কিন্তু আমি ভাল নাই। তোমায় ছাড়া কেমনে ভাল থাকি? তোমার কথা শুধু মনে হয়। আমরা ১৭ জন। তার মধ্যে ৬ জন মারা গেছে, তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়, তুমি বলেছিলে 'খোকা মোরে দেশটা স্বাধীন আইনা দে'; তাই আমি পিছু পা হই নাই, হবো না, দেশটাকে স্বাধীন করবই। 'রাত শেষে সকাল হইবো, নতুন সূর্য উঠবো, নতুন একটা বাংলাদেশ হইবো, যে দেশে সোনা ফলায়' রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাবো। আর যদি তার আগে আমি মরে যাই তবে তুমি দেখবে, গোটা দেশ দেখবে। একটু আগে একটা যুদ্ধ শেষ করে এলাম। এখন আবার যাবো, বাবা ভালো থেকো।নয়ন ভাই সোনার বাংলার পতাকা হতে নিয়ে উড়াবে। বোন ময়না, মা বাবারে ভাল করে দেখো। আর বেশী দেরি নাই আমাদের দেশ আবার স্বাধীন হবে।আমি বাড়ি ফিরে যাব। যাওয়ার দিন বাবার পাঞ্জাবি, মার শাড়ি, ময়নার চুড়ি, নয়নের পতাকা আনবো। শুধু আমার জন্য দোয়া করো না, সবার জন্য দোয়া করো, যাতে দেশটা স্বাধীন হয়। আর বেশী কিছু নয়। এখনি একটা যুদ্ধে যাবো। আমার লেখা ভাল নয়, তবু ময়নার দ্বারা শুনো। আল্লাহ হাফেজ।
ইতি –
যুদ্ধখানা হইতে তোমার পোলা (ছেলে)
নূরুল হক
জয় বাংলা
হাতিবান্দা, ত্রপুরা
==============================================
চিঠি লেখকঃ মুক্তিযোদ্ধা নূরুল হক।
প্রাপকঃ মা। মেহের আফজান নেসা
চিঠিটি পাঠিয়েছেনঃ মোঃ হানিফ তাহসীন প্রধান, গ্রামঃ ছোট মির্জাপুর, মধ্যপাড়া, বড় দরগাহ, পোঃ গুড্ডিপাড়া, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ রংপুর।
==============================================
চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
১৩ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




