৩০/১১/৭১
মা,
পহেলা নভেম্বর নোয়াখালীতে যাওয়ার হুকুম হলো। ফেনীর বেলোনিয়া ও পরশুরাম মুক্ত করার জন্য। ৬ই রাতে চুপ চুপ করে শত্রু এলাকার অন্তপুরে ঢুকলাম। পরদিন সকালে ওরা দেখল ওদের আমরা ঘিরে ফেলেছি। ৮ই রাতে ওই যায়গা সম্পূর্ণ মুক্ত হলো। শত্রুরা ভয়ে আরও কিছু ঘাটি ফেলে পালিয়ে গেল।
পরদিন চিতোলিয়া আমরা বিনা যুদ্ধে মুক্ত করলাম। আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম। ২৭ শে নভেম্বর যখন আমরা ওই এলাকা থেকে ফিরে এলাম, তখন আমরা ফেনী মাহকুমা শহর থেকে দেড় মাইল দূরে ছিলাম। পাঠাননগর ছিলা আমাদের অগ্রবর্তী ঘাঁটি। শিগগিরই মাগো, আবার তোমার সঙ্গে দেখা করতে পারব ভেবে মনটা আনন্দে ভরে গেল।
জানো মা, এই যুদ্ধে আমরা ৬০ জন শত্রু ধরেছপ। আমাদের কম্পানির তিনজন শহীদ ও একজনের পা মাইনে উড়ে গেছে।
দোয়া করো মা।
সেলিম।
===============================
চিঠি লেখকঃ শহীদ লে। সেলিম।তাঁর পুরো নাম সেলিম মোঃ কামরুল হাসান। স্বাধীনতার পর ৩০ জানুয়ারী ১৯৭২ মিরপুর শত্রু মুক্ত করতে গিয়ে তিনি শহীদ হন।
চিঠি প্রাপকঃ মা। সালেমা বেগম।
চিঠিটি পাঠিয়েছেনঃ শহীদ ডেলিমের ভাই ডা.এম এ হাসান, আল বিরুনী হাসপাতাল, দারুস সালাম, মিরপুর, ঢাকা।
===============================
চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
১৩ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




