নিজেরবিকাশ, বুদ্ধুরাম ব্লগ লেখে, ধান্দা আপনা আপনা। ডায়েরী না লিখে ব্লগ কেনো? যথেচ্ছা চারিতার সেল্ফসেন্সরশিপ।
এ ব্লগে কিছু ছোট মানুষ নিজেকে জাহির করতে নোংরা গালি পাড়েন। বুদ্ধুরামের কিছু প্রতিবেশীর সংসারে এমন ভাষা ব্যভার হয়। তাদের মানষিক সাংসারিক অর্থনৈতিক চারিত্রিক সামাজিক ও শারীরিক দুরাবস্তা লক্ষ্যণীয়। ব্লগের বিলাসী গালীবাজী আর বড়লোকের পয়ষা ওড়ানো একই চোখে দেখা যায়। দুটোই অপচয়, নয় কি?
বুধুরাম গালি জানে। বুদ্ধিমত মানেও করতে পারে। প্রকাশ্যে গালি দেওয়া সম্ভব হয় না। বুদ্ধু হতে চায়, ছোট না। বুদুরামের, সম্ভবতঃ ভূল, ধারনা অপরিপককতা ( immaturity ) গালির একটা কারন। দূর্বলতা কারনেও গালি এসে যায়। আরও অনেক কারন থাকা সম্ভব। তাই না?
অসহ্য চাপের মধ্যে একাই, শব্দ না বাড়িয়ে, বেশ কয়কটা গালি পেড়ে দেখেছি চাপটা সহনীয় হয়ে আসে, বুধুরামের অভিজ্ঞতা। হিপোক্রিট, ব্যাটা বুধু গালি পাড়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৬ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



