চাষাবাদে বেশি লোক থাকে অনুন্নত এবং উন্নয়নশীল দেশ গুলোয়ে। অর্থনৈতিক উন্নতির পথে থাকা দেশ গুলোতে আবাদি এবং অনাবাদী মানুষের অনুপাত কমতে থাকে। অর্থাৎ আবাদিদের অনাবাদি কর্মে লিপ্ত হোতে হয়।
অনাবাদি মানুষদের উপার্জন বৃদ্ধি করতে ্কিীল বাড়াতে হয়। সেই কারনে ঝোঁক বুঝে প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার হোক। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ খুলতে অনেক অর্থবানরা আগ্রহী। সরকারী কারিগরী কলেজ গুলো বিক্রি হোক। কারিগরী প্রাথমিক শিক্ষার (ITI) স্কুলগুলো সরকারি ও বেসরকারি টাকায় আধুনিক হোক।
বুধুরাম ব্লগে প্রমান রাখে সে পড়ালেখায় কেমন দড়;কখনো কোন উনিভার্সিটিতে যেতে পারেনি, বুদ্ধি কম পরীক্ষিত সত্য। আই টি আই প্রশিক্ষণপ্রাপ্ত আধাসরকারি কর্মচারি বুধুরাম। খাওয়া পরা চলে যাচ্ছে। আর ব্লগ পড়া।
গান্ধীবাদীরা গ্রাম স্বরাজে ফিরতে চান। ফিরে দাও সে অরণ্য বলে কাঁদছেন অনেকে। বুধু দুই দলেই নাম লেখানোর সপ্ন দেখে। এশিয়ার প্রায় 400 কোটি বা দক্ষিন এশিয়ার 130 কোটি মানুষ মনে রেখে এই সপ্ন সত্য করার মত বুদ্ধি বুদ্ধুরাম কোথা পায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



