জার্মানি আর্জেন্টিনা কে হারানোর পরে দেশে যে সব ঘটনা ঘটতে পারেঃ
১। দেশে টিস্যুর চাহিদা হঠাত করে বেড়ে যেতে পারে।
২। আর্জেন্টিনা সাপোর্টার পাওনাদার থেকে আর্জেন্ট টাকা পাওয়ার আশা ছেড়ে দেন। কারন বর্ণিত আর্জেন্টিনা সাপোর্টার আপনার ফোন ধরতে নাও পারেন।
৩। মেচিক (মেসি+ম্যাজিক) নিয়ে তুমুল বিতর্ক হতে পারে যেহেতু মেসি সহজ গোল(ম্যাজিক) মিস করেছেন।
৪। “আমি ৩-চাকাওয়ালা রিক্সার নিচে পড়ে মরলাম, নাকি ৩২-চাকাওয়ালা কন্টিনারের নিচে পড়ে মরলাম"- এই নিয়ে তুমুল বিতর্ক হতে পারে”।
বিঃ দ্রিঃ (আর্জেন্টিনা vs জার্মানি = ০-১) এবং (ব্রাজিল vs জার্মানি = ১-৭)
(To be continued)
আর যদি আর্জেন্টিনা ‘ওয়ার্ল্ড কাপ ২০১৪’ ঘরে তুলতঃ
১। ব্রাজিলিয়ান সাপোর্টাররা তাদের নিজস্ব চামড়াকে গণ্ডারের সমতুল্য করতে হত। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে পিঠে চালা-বস্তা, মাথায় হেলমেট, কানে তুলা রাখলে নিরাপত্তা আর একটু বেশী নিশ্চিত হত।
২। বাংলা অভিধান থেকে “নেই” এবং “মার” এই দুইটা শব্দ তুলে নেয়ার জন্য তুমুল আন্দোলন শুরু হত।
৩। হলুদ বর্ণ দেশ থেকে নিষিদ্ধ হত।
৪। আগামী চার বছর ব্রাজিনিয়ান সাপোর্টাররা দেশে টিকতে না পেরে ব্রাজিল সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হত।
(To be continued)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৩