ইন্দ্রানী বলতো,
‘জানিস,নীল আকাশ আর মাটির মেলায়,
নদী ছেড়ে ঐ যে মাঠটা,
পৃথিবীর শেষ তো সেখানেই।
যাবি একবার,বড্ড ইচ্ছে আমার দেখার,
জানতে ইচ্ছে করে,আছে কিছু কি ঐ জগত ছেড়ে?
হেঁটে গেলে দেখবি,শেষ হবে নদীটাও,
হেঁটেই যাব না হয় ওপারে,
ছুটে যাব চিলদের পেছন পেছন
শুনেছি,চিলেরা তো উড়ে যায় ও দেশে।
আছে লাল গোলাপে নীল পদ্মের ছোঁয়া,
শোনা যাবে পাখীর গানের কথা,
বিজয়ার দেবী ভেসে যায় ওখানেই,
দেবতাদের বাড়ী ঘরও আছে সব।
দাদু বলে,আছ চকলেট বানানো বাড়ী,
আছে আমবাগান,মিষ্টি জলের পুকুর,
ওটা নাকি মন চাওয়ার দেশ,
চাওয়া ফুরোবে না কখনও পাওয়ায়’।
দেখা হয়নি আর,
ইন্দ্রানীরা হঠাৎ চলে গেল,
হয়ে গেল ভাগাভাগির আরেক গল্প,
আমিও খুঁজিনি আর আকাশের ঐ দেশটা।
কি লাভ ভেঙ্গে ঘুমের খেলা,
থাক না আমার খেলাবেলা,
কোন এক খেলায়।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২৬