গরীবের আর শাহরুখ খানকে লাইভ দেখা................
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা।
কমনে দেখব........
গত কয়েক বছর ধরে বাংলাদেশে বলিউড অভিনেতা শাহরুখ খানের আসার বিষয়ে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল। অবশেষে সব গুজবের অবসান করে শাহরুখ খানের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এ উপলক্ষে আজ রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শাহরুখ খানের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘শাহরুখ নাইট’।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শাহরুখ খানের এ সফরে বাংলাদেশে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন রানী মুখার্জি, দিয়া মির্জা, মালাইকা আরোরা, অর্জুন রামপাল, সংগীতশিল্পী নিরাজ শ্রীধর, কোরিওগ্রাফার গণেশ হেগড়েসহ ৪৮ জনের নৃত্যদল। ৬ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছবেন শাহরুখ খানের ব্যবস্থাপক ও অনুষ্ঠানের কর্মীরা। ৮ ডিসেম্বর একটি চার্টার্ড বিমানে এসে পৌঁছবেন শাহরুখ খানের সহশিল্পী ৪৮ জন নৃত্যশিল্পী। যাঁরা সবাই এক মঞ্চে অংশ নেবেন। ৯ ডিসেম্বর ঢাকা এসে পৌঁছবেন শাহরুখ। ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ছয় ঘণ্টার অনুষ্ঠানে পারফর্ম করে ১১ ডিসেম্বর শাহরুখ আবার ভারতে ফিরে যাবেন।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা। আগামী ১ নভেম্বর থেকে প্রবেশপত্র বিক্রি শুরু হবে। ১৫ নভেম্বর পর্যন্ত অর্থের বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, পরিচালক লিটন চৌধুরী প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




