ফেবুতে কিছু কথোপকথনে কিছু জিনিস পেলাম, যেটা শেয়ার না করে থাকতে পারছি নাঃ
https://www.facebook.com/Wahiduzzaman.Apollo প্রোফাইলে একজনের কমেন্টঃ [পোষ্টটি সবার জন্য উন্মুক্ত বলে শেয়ার করলাম]
বিভিন্ন সূত্রে শোনা গেছে যে আওয়ামী ব্লগারগণ একটি সংগঠন করেছেন যার নাম আইসিএসএফ (International Crimes Strategy Forum)। এদের একটি ওয়েবসাইট আছে এবং এরা বিভিন্ন এবং নিজ নামে অনেক ব্লগে এটির প্রচারণা চালান (কোন সদস্যের নাম বা পদ উল্লেখ ছাড়াই)। ধারণা করা হয় ইনারাই বাংলালিক্সের নামে একটি সাঈদীর এই ফোন কনভারশেসন বাজারে ছেড়েছেন, যা কিনা সাঈদীর গ্রেফতারের পূর্বে পুলিশ কর্তৃক ধারণকৃত। কেউ কেউ এটাও বলেছেন যে সম্ভবত বিচারপতি নাসিম এবং আর্ন্তজাতিক বিশেষজ্ঞ জিয়াউদ্দীনের স্কাইপ কেলেংকারী কাউন্টার করতেই এটি করা!
উল্লেখ্য, বিশিষ্ট নাস্তিক এবং মানবতাবাদী ব্লগার আসিফ মহিউদ্দীন ফেইসবুকে জানিয়েছেন অনেকেই মনে করেন সাঈদীর এই ফোনালাপ তিনিই ফাঁস করেছেন। জনাব মহিউদ্দীন এটি অস্বীকার করেছেন।
সাঈদীর ফোনালাপ নিয়ে সংবাদপত্র এবং ব্লগস্ফিয়ারে বিশেষ আলোচনা না হওয়ার অমিসহ অন্যান্য সহযোদ্ধাদের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। উল্লেখযোগ্যদের মধ্যে সেলিব্রিটি ব্লগার জনাব আরিফ জেবতিক তাঁর স্ট্যাটাসে এটি উল্লেখ করেছেন। আওয়ামী ইতিহাসবিদ অমি রহমান পিয়াল (প্রাক্তন প্রাপ্তবয়স্ক সাইট যৌবনজালার ভূতপূর্ব এডমিন এবং আমারব্লগের ব্লগার; উল্লেখ্য ইউকে প্রবাসী ব্লগার নিঝুম পূর্বে বিভিন্ন ব্লগে দাবী করেছেন যে ইউকে প্রবাসী প্রাক্তন ছাত্রলীগার সিলেটী সুশান্ত দাশগুপ্ত শেখ জয়ের ফান্ডে ব্লগটি চালান) নিজে বিডিনিউজে একটি লেখা দিয়েছেন। অমি তাঁর লেখায় বাংলালিক্সের একটি স্ক্রীনশট দিয়েছেন যাতে লেখা আছে সাঈদীর এই ফোনালাপ সফটওয়ার দ্বারা তৈরী বা ট্যাম্পার্ড কেউ প্রমাণ করতে পারলে তাঁকে একলাখ ডলার পুরষ্কার দেয়া হবে। তিনি সাঈদীর এই ফোনালাপের প্রতি মিডিয়ার নীরবতাকে ধিক্কার জানিয়েছেন এবং সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন যাতে তারা এটি প্রচারে এগিয়ে আসেন।
কেউ কেউ বলেছেন যেহেতু এটি ব্যক্তিগত ফোনালাপ (বা যৌনচারিতা; যদিও এ পর্যন্ত ফাঁস হওয়া ১৪টি অডিও টেপের মধ্যে শোনা গেছে দুইটিতে সাঈদী একজন নারীর সাথে যৌনালাপ করেছেন, একটিতে তার স্ত্রীর সাথে এবং দুইটিতে অন্য একটি নারীর সাথে কথা বলেছেন যাতে প্রেমময় সম্ভাষণ ছিলো, এবং একটিতে সাঈদী তার উকিল ব্যারিষ্টার রাজ্জাকের সাথে কথা বলেছেন) যা কিনা ডিবি পুলিশ কর্তৃক ট্যাপ করা, এর গুরুত্ব স্কাইপ কেলেংকারীর সমান নয়। তারা এটিও মনে করছেন, পুলিশ কর্তৃক ধারণকৃত এই ট্যাপড কনভারশেসন ফাঁস এটিই প্রমাণ করে যে এতে সরকারের উচ্চ পর্যায়ের পরোক্ষ অথচ প্রচ্ছন্ন হস্তক্ষেপ রয়েছে।
ব্যারিষ্টার রাজ্জাক সম্প্রতি বিডিনিউজে এক সাক্ষাৎকারে তার এবং জামাতের বিরুদ্ধে উত্থাপিত স্কাইপ কেলেংকারীতে হ্যাকিং সংক্রান্ত অভিযোগসমূহ সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তর দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




