চার চাপাবাজ ইঁদুর চাপাবাজিতে ব্যস্ত। নিচে তাদের কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হল-
১ম ইঁদুরঃ এই তোদের একটা দারুন খবর দিই, আমি না গতরাতে এক বাড়িতে রাখা ইঁদুর মারার কলটা একদম ভেঙ্গে-ছুড়ে গুঁডা করে বাসায় ফিরলাম।
২য় ইঁদুরঃ ও এই কথা (?)। শুন, আমি করছি কয়েকদিন আগে, আমি সেদিন এক বাসার ইঁদুর মারার এক বোতল বিষ খেয়ে আরামসে ঘুমাইছি, প্রথমে একটু ঝিমুনি দিলেও awesome একটা ঘুম দিলাম।
৩য় ইঁদুরঃ এই তোরা থাক রে; আমি গেলাম। আমাকে আবার আমার পোষা বিড়ালটাকে দুধ খাওয়াতে হবে (!!)
৪থ ইঁদুরঃ আমিও যাবো রে, আমি যে বাড়িতে থাকি সে বাড়ির মালিকের কম্পিউটার এর মাউসটা আবার গত কয়দিন ধরে নস্ট; সে আমাকেই দিয়েই ইদানিং কাজটা সারছে......:-p
সংগ্রীহিত!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


