বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরি করেছেন বাংলাদেশি বিজ্ঞানী শুভ রায় (তাকে অভিনন্দন !)

বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরির কৃতিত্বের অধিকারী ড. শুভ রায়ের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি জেলার রোসাংগিরি গ্রামে। চিকিৎসাবিজ্ঞানের অসাধারণ এই কীর্তির নায়ককে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত বলে প্রচার করা হচ্ছে!
১৯৬৯ সালের ১০ নভেম্বর শুভ রায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তাঁর বাবার নাম ডা. অশোক নাথ রায়, তিনি চট্টগ্রামের আশকারদিঘির উত্তর পাড়ের মাউন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। মা রত্না রায় গৃহিণী। দাদা নগেন্দ্র দে ছিলেন বোয়ালখালীর কানুনগোপাড়া কলেজের ইংরেজির অধ্যাপক।
বিভিন্ন সংবাদ মাধ্যমে শুভ রায়কে ভারতীয় হিসেবে উল্লেখ করায় তিনি বেশ বিব্রত। এ প্রসঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে কালের কণ্ঠকে বলেন, 'আমি বাংলাদেশের ছেলে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছি। আমাকে কেন ভারতীয় হিসেবে উল্লেখ করা হচ্ছে_এই নিয়ে আমি বিব্রত।' শুভ রায় কালের কণ্ঠকে জানান, দশ বছর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সহকর্মীকে নিয়ে তাঁরা কৃত্রিম কিডনি তৈরির প্রকল্প শুরু করেন। প্রাণীদেহ অর্থাৎ ইঁদুর ও শূকরের দেহে সফলভাবে এই কৃত্রিম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। আশা করা যায়, আগামী দুই-তিন বছরের মধ্যে মানবদেহে সেটি সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হবে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন শুভ রায়। তাঁর সঙ্গে দেখা করতে গেছেন তাঁর মা-বাবা। মা রত্না রায় কালের কণ্ঠকে বলেন, 'দুই ভাই এক বোনের মধ্যে শুভ সবার বড়। ছোটবেলায় বাংলাদেশ থেকে শুভ আমাদের সঙ্গে আফ্রিকা মহাদেশের উগান্ডায় চলে যায়।' চাকরি সূত্রে শুভর মা-বাবা উগান্ডায় গিয়েছিলেন। পরে তাঁরা বাংলাদেশে ফিরে আসেন। আর উচ্চশিক্ষার জন্য শুভ চলে যান আমেরিকায়। শুভ বলেন, 'এবার সময় নেই, কলকাতায় খালার বাসা থেকে সরাসরি ক্যালিফোর্নিয়া চলে যাব। আগামী বছর বাংলাদেশে আসব।'
কলকাতার আনন্দবাজার পত্রিকা গত ৪ ডিসেম্বরের সংখ্যায় 'তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি, কৃতিত্ব বাঙালি গবেষকের' শিরোনামে ওয়াশিংটন থেকে সংবাদ সংস্থার বরাত দিয়ে শুভর এই কৃতিত্বের কথা তুলে ধরে। ওই সংবাদের দ্বিতীয় প্যারায় শুভ রায়কে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এতে আরো উল্লেখ করা হয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকাশিত পত্রিকা 'টেকনোলজি রিভিউ'-এ কৃত্রিম কিডনি তৈরির খবর প্রথম প্রকাশ হয়। 'দি টাইমস অব ইন্ডিয়ার' একই দিনের সংখ্যায় তাঁর পরিচয় দেওয়া হয় এভাবে, 'ইউএস বেইজড ইন্ডিয়ান ক্রিয়েটস ফার্স্ট আর্টিফিশিয়াল কিডনি' (যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত তৈরি করেছেন প্রথম কৃত্রিম কিডনি)।
টেকনোলজি রিভিউতে বলা হয়, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সব সময় কিডনিদাতা পাওয়া যায় না। তাছাড়া চিকিৎসাটি খুব ব্যয়সাপেক্ষ। প্রতিস্থাপনের সময় কিডনিদাতার দেহ থেকে সংক্রামক রোগের জীবাণু কিডনি গ্রহীতার শরীরে সংক্রমিত হওয়ারও আশঙ্কা থাকে। কিন্তু কৃত্রিম কিডনির ক্ষেত্রে এ সমস্যা থাকে না।
বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরি করেছেন বাংলাদেশি বিজ্ঞানী শুভ রায় (তাকে অভিনন্দন !)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




