ও মনুরা, তোমরা কি আইজ ডাকার সামনে দাড়াইতে পারবা,
কি কচ্ছো মনুরা, ও মোর খোদা, বরিশাইল্যারা কি না করতে পারে!
দেইখলা না উত্তরবঙ্গ মনুগে কেমতে হারাই্য়্যা দিলাম, মোগো শেহজাদ আছেন, সেইডা কি তুমরা ভুইলা গেছো?
বরিশাল বার্নার্স বনাম ঢাকা গ্লাডিয়েটরস বিপিএল টি২০ ফাইনাল
আর ঢাকা তো পাত্তাই পাইবো না,
এই হল বরিশাল বার্নার্স বনাম ঢাকা গ্লাডিয়েটরস বিপিএল টি২০ ফাইনালের আগে বরিশাইল্যাগো বকবকানি, দেখা যাক, শেষে কি হ্য়, ঢাকা গ্লাডিয়েটরস যে পরিপুর্ন একটি দল তা বুঝি তাদের মোডা মাথাতে নাই।
যাহোক সবাইকে বরিশাল বার্নার্স বনাম ঢাকা গ্লাডিয়েটরস বিপিএল টি২০ ফাইনাল দেখার আহবান, সেটা অনলাইনে হোক বা টিভিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





