সার্বিক বিবেচনায় এখানে বর্তমান বাংলাদেশ সেরা মহিলা একাদশ-এর বর্ণনা দেয়া হল। পছন্দমত না হলে আপনিই নির্ধারণ করুন:
এখানে ঢোকার প্রয়োজন নেই
১। শেখ হাসিনা (প্রধানমন্ত্রী)-অধিনায়ক
২। খালেদা জিয়া (বিরোধী দলীয় নেত্রী)-সহঅধিনায়ক
৩। সাহারা খাতুন (স্বরাষ্ট্রমন্ত্রী)-টপ অর্ডার ব্যাটসম্যান
৪। ডা: দীপু মনি (পররাষ্ট্রমন্ত্রী)-টপ অর্ডার
৫। সেলিনা আইভি (নারায়নগঞ্জ মেয়র)-টপ অর্ডার
৬। সুলতানা কামাল (আইন ও শালিস কেন্দ্র)-মিডিয়াম পেসার
৭। তসলিমা নাসরীন (লেখিকা)-অলরাউন্ডার
৮। শিরিন শারমীন চৌধুরী (নারী ও শিশু বিষয়ক মন্ত্রী)-অফব্রেক
৯। মতিয়া চৌধুরী (কৃষি মন্ত্রী)-পেসার
১০। কবরী সারোয়ার (অভিনেত্রী ও এমপি)-পেসার
১১। মমতাজ বেগম (সংগীত শিল্পী ও এমপি)-পেসার
স্টান্ডবাই: নাজনীন সুলতানা (বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর), নাজমুন আরা সুলতানা (সুপ্রিম কোর্ট মহিলা বিচারপতি), ওয়াসফিয়া নাজরীন (পর্বতারোহী), সালমা খাতুন (ক্রিকেট), নাজমুন নাহার বিউটি (অ্যাথলেট), অ্যাডভোকেট সালমা ইসলাম (মহিলা আইনজীবী সমিতির সভাপত্নী)।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





