বাংলাদেশে ৮০% মানুষের জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, SSC সার্টিফিকেটে বাপ মা এর নাম ভুল আছে। এখন প্রশ্ন আসতে পারে কি রকম ভুল আছে?
ভুলটা এ রকম।
বাপ তার নাম জাতীয় পরিচয় পত্রে লিখেছেন মোঃ জামিল. বা Md Jamil.
এখন তার বড় সন্তান পিতার নাম লেখেছে শুধু "জামিল". আর ইংরেজি তে লিখেছে " Zamil." অতছ তার পিতা কিন্তু মোঃ জামিল লেখেছে। ককিন্তু ছেলে "মোঃ" লেখে নাই। আর ইংরেজিতে J এর স্থলে Z লিখেছে।
এখন প্রশ্ন আসতে পারে আমার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, SSC সার্টিফিকেটে সব মিল আছে। বাপের জাতীয় পরিচয় পত্র এর লগো আমার সার্টিফিকেট এ মিল নাই। আমার কি কোন সমস্যা হইবো??
উত্তরে বলিবো, "জ্বি সমস্যা হইবো।"
ভবিষ্যতে ডিজিটাল ওয়ারিশ সার্টিফিকেট আসবে। তখন সমস্যা হবে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




