
ভূমিকাঃ আমি একদিন ঢাকা মেডিক্যাল গেছিলাম। ভাগ্য ভালো ৫০০ টাকা সমমূল্যের সরকারি ঔষুধ পেয়েছি। সব কিছু শেষ করে যখন বাহির হচ্ছিলাম তখন একজন প্রতিনিধি আমাকে থামিয়ে বলে “ভাই আপনার প্রেসকিপশন টা দেখি?” আমি তখন মজা করে বললাম “আমাকে কি ফ্রি ঔষুধ দিবেন?”
যা বলতে চাইঃ ছবিটা একটি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহীত।
আমি হলুদ বৃত্ত দিয়ে একটি স্থান চিহ্নিত করেছি। সেখানে স্যামসাং এর দামী মোবাইল আছে।
তারা ঔষুধ কম্পানির প্রতিনিধি। তাদের চার জনের হতে একই ডিজাইনের মোবাইলের প্যাকেট দেখছিলাম।
এখন তারা নিঃস্বার্থ ভাবে ডাক্তারদের মোবাইল উপহার দিতেই পারে। ডাক্তারগণ কত কষ্ট করে লেখা পড়া করে আজ এই পযর্ন্ত এসেছে। তারা একটি অনেক উপহার প্রাপ্য।
এই মোবাইলের বিনিময়ে যদি বলা হয় আমাদের ঔষুধ চালিয়ে দেন তাহলে খারাপ হবে। মানহীন ঔষুধ তখন বেশী দামে বিক্রি হবে।
তাই ডাক্তাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসুন। কোন কিছুর বিনিময়ে না।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




