
২০১৪ সাল। আমি HSC পাশ করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্স এ ভর্তির জন্য চেষ্টা শুরু করলাম। তখন আমার কাছে ল্যাপটপ ছিলো না। ছিলো না একটি ভালো এন্ডোয়েট ফোন। তখন আমাদের উপজেলা তে ব্রডবেন্ড ইন্টারনেট ও আসে নাই।
ভবেরচর বাস স্ট্যান্ডে একটি কম্পিউটার অনলাইন সার্ভিস আছে। কিন্তু সেই দোকানের মালিকের ব্যাবহার আমার পছন্দ না। কি করমু, কি করমু? বুঝতে পারতেছিলাম না। তখন আমি টেনসানে BTV দেখতে ছিলাম। পরে দেখি BTV তে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সম্পর্কে একটি ছোট নাটিকা/ডকুমেন্টারি দেখাচ্ছে। সেখানে দেখলাম এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইন সার্ভিস, ফটোকপি, ছবি প্রিন্ট, জন্ম নিবন্ধন, অনলাইনে চাকরির আবেদন সব করা যায়।
আমিও এই অনুষ্ঠান দেখে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলাম। আর আমি অনলাইনে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করলাম।
আজ আমি স্নাতক পাশ। আমার স্নাতক পাশ করার ব্যাপারে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিরাট বড় ভূমিকা আছে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




