
০১। এটা বেশ অনেক দিন আগের কথা। আমি ক্লস নাইনে পড়ি। ২০০৯ সালে। আমার ইংরেজী প্রাইবেট শুরু হয়ে যাচ্ছে। জোরে জোরে হাটতেছি। প্রাণ পণে চেষ্টা করছি সময় যাবার জন্য। এক ভদ্র মহিলা আমাকে দাড় করায়। আমি মনে করেছিলাম কোন ইমারজেজ্ঞি। রাস্তা চিনেনা, বা কারো বাসার ঠিকানা জিজ্ঞাস করবে।
ঐ মহিলা কোন ইমারজেজ্ঞি প্রশ্ন করে নাই। জিজ্ঞেস করেছিলো “নাহল, তুমি কি আবুল হোসেন স্যারের প্রাইবেটে এখানে গান গাইছিলা?”
আমার ঐ দিকে প্রাইবেটের সময় হয়ে যাচ্ছে। আমার খুব তাড়া। তার মধ্যে এমন ফালতু কাজের প্রশ্নের আমার গতি কমিয়ে দিলো। এটাই হচ্ছে আমাদের দেশের জনগণের আক্কেল।
০২। আমি বাজারে যাচ্ছি। হাতে বাজারের ব্যাগ। রিক্সা নেই নাই কারণ হাতে সময় অনেক। বাজার থেকে ফেরৎ আসার সময় রিক্সা নিবো। এক মুরব্বি (যদির তার ব্যাক্তিত্ব নাই।, তার পরেও সম্মান দিলাম) আমাকে কহিলো “কি? কই হাটতাছো? হাটো হাটো। হাটলে শরীল ভালো থাকে।” এই মুরব্বির কি দরকার ছিলো অহেতুক কথা বলার।
০৩। আমি আমার এক কাজে খালার বাসায় যাচ্ছিলাম। বেশী দূর না। হেটেই যাওয়া যায়। ঐ মুরব্বিও আমাকে একই কথা বলে। “কি হাটতাছো.......?”
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




