
এটা লেবু গাছ। লেবু (সাইট্রাস লিমন ) মূলত রুটেসি পরিবারের ছোট চিরসবুজ সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি। এটি দক্ষিণ এশিয়া সাধারণত, উত্তর পূর্ব ভারতের একটি স্থানীয় গাছ।
লেবু দিয়ে চা খুব মজা। তা ছাড়া তরকারিতে বা ভাতের সাথে লেবু খুব টেস্ট। আমি কোন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে লেবু আগে নেই।
যদিও আমি সরকারি কোয়ার্টারে লেবু গাছ লাগিয়েছি। এই গাছ থেকে আমি ফল খেতে পারবো কি না সন্দেহ। তার পরেও... কেউ যদি লেবু খেয়ে তৃপ্তি পায় সে স্থানে আমার স্বার্থকতা।

তুলসি গাছ মুলত নিজের প্রয়োজনেই লাগিয়েছিলাম। কারন আমার ঘন ঘন সর্দি লাগে। তাই এই তুলসি গাছ লাগিয়েছিলাম। তুলসী (ইংরেজি: holy basil, বা tulasī) (বৈজ্ঞানিক নাম: Ocimum Sanctum) একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ।

এই গাছের নাম বেড়া চিতা। বৈজ্ঞানিক নাম Euphorbia tithymaloides। আমি এই গাছ পছন্দ করি। এই কাছের সাথে পরিচয় নোয়াখালী তে। আমার ভাই নাম সিয়াম। তখন সে ক্লাস এইটে পড়ে। সে গবেষণার জন্য এই গাছ আনে। এই গাছ অঙ্গজ পদ্ধতি তে উৎপাদন করা যায় কি না সেটা ছিলো তার মুখ্য গবেষণা।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



