

শরীলে যখন অসুখ হয় তখন আমরা ঔষুধ খেতে হয়। সে সময় আমাদের ঔষুধ খুব উপকারী। ঔষুধ বেশী খেলে আমাদের ক্ষতি হতে পারে। সময়ের প্রয়োজনে ব্রিটিশ আমল আর পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি ঔষুদের মত কাজ করেছে। তেমন ব্রিটিশ আমল আর পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি দরকার হলেও এখন আমাদের ছাত্র রাজনীতি দরকার নেই। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্ররা লেখা পড়া করবে। বিসিএস ক্যাডার হবে। দেশ উন্নয়ন করবে। রাজনীতি তো করবে যুব সমাজ, শ্রমজীবিরা, আর রাজনীতি করবে অভিজ্ঞ লোকজনেরা।
আমাদের উচিৎ বিশ্ববিদ্যালয় গুলো ছাত্র রাজনীতি প্রভাব মুক্ত করা। যুব সংগঠন, পেশাজীবি সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন ওরা করুক। কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠন দরকার নাই।

আমাদের দেশে শিক্ষা ব্যাবস্থা খুব উদ্ভত। আমি শিক্ষা মন্ত্রী হলে প্রত্যেক উপজেলা বা থানায় ১টা সরকারি হাই স্কুল করতাম, আর প্রত্যেক ইউনিয়নে/ ওয়ার্ড এ একটি করে ভোকেশোনাল স্কুল আর ট্যাকনিকেল কলেজ করতাম। আর এমপিও স্কুল বন্ধ করে সেখানে সরকারি ভোকেশনাল স্কুলে রূপান্তর করতাম।
আর শিক্ষকদের প্রমোশনের ব্যাবস্থা করতাম। তাদের কে বিদেশে ট্যুরের ব্যাবস্থা করতাম। বেতন বাড়াতাম। গবেষণার জন্য ল্যাব দিতাম। লাগলে শিক্ষকদের পিএইচডি আনার জন্য খরচ আমি বহন করতাম।


আমার প্রিয় গাছ। বৈজ্ঞানিক নাম Pedilanthus tithymaloides.। এটাকে কলম করেছিলাম। শিকড় গজাইছে। সৃষ্টিকর্তা চাইলে আগামী ১০ দিনের ভেতরে এটা রোপনের যোগ্য হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



