
অনেক দিন আগের কথা। এক শিক্ষক তাদের ছাত্রদের চোখ বেধে দিলো। তারপর হাতির কাছে নিয়ে গেলো। তারপর ছাত্রদের শিক্ষক বললেন তুমরা এখন হাতির সামনে আছো। স্পর্শ করে অনুভব করো হাতি দেখতে কেমন।
কেউ হাতির পা ধরলো। কেউ বা কান ধরলো। কেউ না সুর ধরলো। কেউ বা দাত ধরলো।
তারপর ছাত্রদের শিক্ষক জিজ্ঞাসা করলো হাতি দেখতে কেমন?
যে হাতির পা ধরেছিলো সে বলেছে হাতি গাছের মত লম্বা।
যে কান ধরেছে সে বলেছিলো হাতি থালার মত। যে সুর ধরেছিলো সে বলেলে হাতি সাপের মত।
যখন ছাত্রদের চোখ খুলে দিলো তখন বুঝলো সব মিলিয়ে হাতি।
আমরা যখন কোন সমস্যা কে দেখি তখন সিঙ্গেল সমস্যা কে দেখি। অনেকগুলা বিশৃঙ্খল ঘটনা প্রবাহ থেকে যে সমস্যা সৃষ্টি সেটা আমরা বুঝি না।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



