
একদেশে ছিলো এক শিক্ষিত ছেলে। সে পকেটমার ছিলো। একদিন সে পকেট মারতে গিয়ে ধরা খায়। এবং জেলে যায়। জেলে গিয়ে দেখে টাইপ রাইটার। এই টাইপ রাইটার সে টিপতে লাগলো। অল্প দিনে সে এই টাইপ রাইটারে দক্ষ হতে লাগলো। এবং জেলখানার সব অফিসিয়াল কাজ করতে লাগলো। এটা দেখে জেলার সাব লর্ড হারি ওয়াল ছেলেটিকে একটি টাইপ রাইটার ও কাগজ উপহার দেয়।
তারপর সে এই টাইপ রাইটার নিয়ে কোর্টে চলে যায়। একটি ভাঙ্গা টেবিল ও চেয়ার নিয়ে বসে পড়ে। প্রথম দিনে পাচ টাকা ইনকাম হলো। এ এক বিশাল টাকা। এক দিন, দুই দিন এভাবে করতে করতে সে কোর্ট এর সামনে একটি দোকান ও একটি হোটেল দিয়ে দিলো। হোটেল এবং তার দোকান বেশ চলতে লাগলো।
তারপর সে কোর্টের সামনে একটি সাইকেল এর গ্যারেজ দিলো। কোর্টে আসা দর্শনার্থীরা এখানে টাকার বিনিময়ে সাইকেল রেখে যেতো। এতে করে তার খুব ইনকাম হতে লাগলো। ১৯৪৭ সাল। পুরো দেশজুরে সাম্প্রদায়িক দাঙ্গা বিরাজ করছে। হিন্দুরা পুরছে মুসলিম এর সম্পদ। আর মুসলিম পুরছে হিন্দুদের সম্পদ। এতে করে ঐ ছেলেটিরও দোকান পুরে যায়।
১৯৪৭ সাল। দেশ ভাগ হয়েছে। ধর্ম অনুযায়ী সে তার দেশে গিয়েছে। এবং নতুন করে শূন্য থেকে শুরু করেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




