১৯৯৮ সালে আমি প্লে গ্রুপে ভর্তি হই। স্কুলের নাম ছিলো অগ্রগামী শিশু নিকেতন। এটা সম্ভবত ঢাকা কেন্দ্রীয় কারাগার (চকবাজার) এর সাথে। সেখানে আমার তেমন স্মৃতি নাই।
২০০১ সালে আমি মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয় এ ভর্তি হই। সে সময় মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয় আর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় লিংক ছিলো। আমার সেখানে তেমন সুখের স্মৃতি ছিলো না। স্যারেরা কি পড়াতো না পড়াতো কিছুই মনে রাখতে পারতাম না। কত যে বেতের আঘাত, সহপাঠীদের হাসি ঠাট্টার শিকার হয়েছি তার কোন ইয়ত্তা নাই।
পরে ২০০৪ ক্লাস 4 এ ভর্তি হই। আমি সেবার ইংরেজিতে ফেইল করি। পরে ভয়ে সেই স্কুল থেকে এসে পড়ি। পরে ভর্তি হই সরকার রেডিয়েন্ট স্কুল। এটা ছিলো নরসিংদীতে। ক্লাস ফাইভে ভর্তি হই। সেখানে আমি নিয়মিত ভালো রেজাল্ট করা শুরু করি। সরকার রেডিয়েন্ট স্কুল ছিলো কিন্ডারগার্ডেন স্কুল। সে সময় ঢাকার বাহিরে কিন্ডারগার্ডেন স্কুল ছিলো এক প্রকার বিলাসী জিনিস। সে বছর আমরা সেই স্কুলে মোট ছাত্র ৪০ জন এর উপরে ছিলো না, মনে হয়। আমার ক্লাসে ছিলাম মাত্র ৩ জন। পরে একজন ভর্তি হয়।
নরসিংদী এর কথা আমার এখনো মনে পড়ে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫