আমার স্মৃতির পাতায় ঈদঁ।
২০০৭ বা ২০০৬ সাল। তখন ক্লাস সেভেন বা সিক্স এ পড়ি। থাকি আব্বু আম্মুর সাথে। তখন আমরা আব্বুর চাকরি সুবাধে জয়পুরহা থাকতাম।
বার্ষীক পরীক্ষা দেওয়া শেষ। সামনে কুরবানীর ঈদ। বার্ষীক পরীক্ষাও শেষ। পড়া লেখার চাপ নাই। সামনে ঈদ। বয়সে কিশোর। খুব মাস্তি Mood এ ছিলাম।
পরীক্ষা দিয়ে নানা বাড়ি যাই। নানা একটি কুরবানীর গরু ক্রয় করে। ঈদের দিন আসলো। গরু জবাই হলো।
এখন হচ্ছে মূল কাহিনী। নানী ছাদের উপর মাটির চুলা তৈরি করেছেন। নানী সেই চুলাতে গরুর গোস্ত রান্না করেছেন। আহা কি স্বাদ! শীতকাল ছিলো। ছাদে আমরা নানা কে নিয়ে গল্পে মজেছিলাম। আর চিতই পিঠা খাচ্ছিলাম। ঐ আধা ঘন্টা বা এক ঘন্টা ছিলো আমার জীবনে একটি সুন্দর একটি মুহূত্ত্ব।
সম্ভবত ২০০৩ সাল। ঈদ করার জন্য নানার বাড়িতে যাই। নানা একটি কুরবনীর গরু ক্রয় করে। গরু কি করেছিলো, জানেন? মাঝ রাস্তায় এসে উল্টা দৌড় দিয়েছে। এক দৌড়ে মালিকের বাসায় চলে গেছে। মালিক ছিলো নানার পরিচিত। পরে মালিক সেই গরু কে ঈদ পযর্ন্ত লালন পালন করে, ঈদের দিন সকালে দিয়ে যায়।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৩ সকাল ৯:৩৬