
অনেকে ফেসবুক ও টিকটকে ভিউ পাওয়ার জন্য নিজেকে খুব বিশ্রী ভাবে উপস্থাপন করে থাকে। একজন দাড়ি ওয়ালা ছেলেকে শাড়ি পরিধান করলে যে পরিমান বিশ্রী লাগে তা বালে বুঝানো যাবে না। সেই লোকটি যদি স্যুুট টাই, বুট পরিয়া থাকতো, তাহলে তাকে খুব সুন্দর লাগতো। আর মেয়েরা শাড়ি তে খুব সুন্দর লাগে। শাড়ি পড়া নারীদের পরীর মত লাগে। মনে হয় যেন পরীদের রাজ্য থেকে কোন পরী আমাদের গ্রহে এসেছে।
সম্ভবত শেখ সাদীর ঘটনা। তাকে কোন এক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিলো। সে নরমাল কাপড় পরিধান করার জন্য তাকে সেই অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয় নি। পরে সে খুব ভালো পোষাক পড়ে সেই অনুষ্ঠানে যায়। এর পর খাবার সময় তিনি সেই খাবার নিজে না খেয়ে নিজের জামার পকেটে রাখছেন। এই ব্যাপারে উপস্থিত জণগন উক্ত, প্রশ্ন করলে তিনি জবাবে বলেন “আমি একটু আগে সাধারন পোষাক পড়ে এখানে এসেছিলাম। আপনারা ঢুকতে দেন নি। ভালো পোষাক পড়ার কারনে আাপনারা আমাকে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। তাই এই খাবার এই কাপড়ের ই প্রপ্য”
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



