

এটা পহাড়পুর যাবার রাস্তা। এখান থেকে ২৬ কিলো মিটার দূরে। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বৌদ্ধ বিহার তৈরি করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।

তবে মাজে মাজে মনে হয় আমি প্রাচীন মিশরে আছি। কৃষকগন তাদের উৎপদিত ফসল দেখাশোনা করছে। আমার কাছে এমন খোলা প্রাঙ্গণ ভালো লাগে। আমাদের মুন্সীগঞ্জ এর ভবেরচর গ্রাম এমনই খোলমেলা ছিলো। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত ভাবে ঘরবাড়ি নির্মন, ড্রেনেজ ব্যাবস্থা না করা ও যত্রতত্র ময়লা ফেলার করনে ভবেরচর এখন আমার কাছে ভালো লাগে না। নেতারা এসব দেখা না। নেতারা শুধু বড় বড় কথা বলেম কিন্তু কাজের কাজ কিছুই করেন না।





গ্রামদেশ আমার কাছে খুব ভালো লাগে। আজ এখানে আমি হাটতে ছিলাম। খুব ভালো লাগলো। মনটা ফ্রেশ হয়ে গেলো। মনে হচ্ছিলো যেন মন থেকে সকল প্রেসার চলিয়া গেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



