ঘটক।
এই ঘটক নাম শুনলে মাথায় আসে বিয়ে, পাত্র পাত্রীর সন্ধান দেয়, ছাতা বগল চাপা করে এক মুনব্বী, যে বিয়ের জন্য পাত্র পাত্রীর সন্ধান দেয়। বিবাহ যোগ্য বা বিয়ে করতে চায় এমন পাত্র পাত্রীর সাথে যোগাযোগ স্থাপনকারী হিসেবে, যে মিডিয়া হিসেবে যে দায়িত্ব পালন করে, সেই ঘটক। সোজা কথায় যে আপনার বিয়ে করানোর দায়িত্ব নেয় সেই ঘটক।
ঘটকের কাজই হচ্ছে আপনার বিয়ের জন্য যোগ্য পাত্র পাত্রীর সন্ধান করা। আগে গ্রাম গঞ্জে পেশাধার ঘটক দেখা যেতো। একটি গ্রামে বা দুই গ্রাম মিলে একজন ঘটক থাকতো। তারা ছিলেন প্রফেশনাল। এটাই ছিলো তাদের পেশা। আপনার বিয়ের জন্য পাত্র পাত্রীর সন্ধান করে তিনি ইনকাম করে, এটা ভাবতেই কেমন যেন অবাক লাগে।
১৯৮০ বা ১৯৯০ সালের দিকে কথা বলছি। একটি গ্রামে শিক্ষকদের সবাই চিনতো। তাকে সবাই সম্মান করে। একটি গ্রামের চেয়ারম্যান, মেম্বর কে সবাই চিনে। তাদের কেও সবাই সম্মান করতো। একজন পোস্ট মাষ্টাকে সবাই চিনতো। ঠিক তেমনি একজন ঘটক ছিলেন একটি গ্রামের পরিচিত মুখ।
ঘটকদের চোখ ছিলো ঈগল পাখির মত তীক্ষ। তারা দেখেই বলে দিতে পারতেন কোন ব্যাক্তি কেমন? তার জন্য কেমন জীবন সঙ্গী লাগবে। তারা যদি DGFI, NSI, PBI, DV, SSF তে কাজ করতেন, তাহলে বর্তমানে আমরা মোসাদ, কেজিবি, এফবিআই, আই নাইন কে টক্কর দিতে পারতাম। (মজা করলাম)
বর্তমানে ঘটক আমার চোখে পড়ে না। আগের দিনে ঘটকরা হাতে ছাতা, পরনে ছিলো পাজ্ঞাবি ও লুঙ্গি। আমি যে ঘটক কে চিনি, সে যুগের সাথে তাল মিলিয়ে প্যান্ট শার্ট পড়েন। তবে উনি ছাতা নিয়ে ঘুরেন। আমি একদিন বর্ষার সকালে ভবেরচর বাস স্ট্যান্ড যাচ্ছিলাম। দেখলাম তিনি ছাতা নিয়ে কই যেন যাচ্ছেন।
এখন সবাই প্রেম করে বিয়ে করে। যারা প্রেম করতে পারেন না, তাদের বিয়ের দায়িত্ব খালা, কাকীরা নিয়ে থাকেন। তবে ঘটকের মার্কেট খারাপ না। এই ঘটকের মার্কেট কেমন হবে, যেটাও অনুমান করতে পারছি না। কাজী আশ্রাফ এর মত ঘটক তারকা খ্যাতি পেয়েছেন। কারন তিনি দক্ষতার সাথে সব কাষ্টমার হেন্ডল করেছেন।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



