বাংলাদেশে চলছে বয়কট আন্দোলন। ভালো। কোন পন্য কে বর্জন করা, কোন পন্য কে ক্রেতা ক্রয় করবে এটা শুধু ক্রেতার ব্যাক্তিগত ব্যাপার। আমি ভারতীয় পন্য ক্রয় করবো না। এটা আমার ইচ্ছে। তাই বলে আপনি আমাকে ঘৃনা বা আক্রমন করিতে পারেন না। আপনারা কোন পন্য ক্রয় করিবেন সেটা আপনাদের বিবেক, দেশপ্রেম ইত্যাদি বিবেচনা করে দেখবেন।
এখন আমি যদি ফ্রেশ কম্পনির তেল, তীর কম্পানির লবন, বসুন্ধরা কম্পানির কাগজ, টিস্যু, কুল কম্পানির সেভিং ক্রিম ব্যাবহার করি তাহলে এই টাকায় আমাদের দেশীয় পন্য উপকৃত হবে। আমার টাকায় দেশী কম্পনি লাভবান হবে। সেই টাকায় কিছু দেশীয় শ্রমিক মুজুরি পাবে। কিছু কর্মচারী বেতন পাবে। উন্নতি করবে দেশ।
আমি সব পন্য বয়কট করার কথা বলছি না। সকালে উঠিয়া আমরা দাত ব্রাশ করি। আপনারা দেশীয় টুট পেস্ট MEDI PLUS ক্রয় করিতে পারেন। এটা ANFORDS BANGLADESH LTD এর। আপনি যদি MEDI PLUS ক্রয় করেন তাহলে ANFORDS BANGLADESH LTD পাবে ১৩৫ টাকা। এই টাকা দিয়ে এই কম্পানির শ্রমিক, কর্মচারীদের বেতন ভাতা হবে। কি দরকার বিদেশী পন্য ক্রয় করার? বা আপনি দৈনিক মসলা ক্রয় করেন। আপনার বিদেশী মসলা ক্রয় করার দরকার নাই। আপনি রাধুনী গুড়া মসলা কিনেন। আপনি ফ্রেশ, তীর, বসুন্ধরা আটা ময়দা, তেল ইত্যাদি পন্য ক্রয় করতে পারেন। বিদেশেী লেস চিফস বয়কট করে পটেটো ক্রেকাস ব্যাবহার করতে পারেন।
আজ যদি আপনি আমি ভারতীয় পন্য বর্জন করে দেশীয় পন্য ব্যাবহার করি তাহল আগামী ২০বা ২৫ বছরের মধ্যে আমরা আমাদের পন্যের গুণগত মান উন্নয়ন করে বিদেশে রপ্তানী করতে পারবো।
বয়কট আন্দোলন এখন ক্লাস ওয়ান ছাত্রের মত। ১০ বছর পর এসএসসি পাশ করবে। ১২ বছর পর ইন্টারমিডিয়েট পাশ করবে। ১৬ বছর পর স্নাতক পরীক্ষার্থীর মত বড় হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৭