সবাই কে ঈদের সুভেচ্ছা। ঈদ মোবারক। দীর্ঘ এক মাস রোযা রাখলাম। তারাবী পড়লাম। শেষ তারাবির সময় কেমন যেন মনটা খারাপ হয়ে গেলো। মনে হচ্ছিলো যেমন রোযা তাড়াতাড়ি চলে গেলো। ঈদের সুখ মনে। টাকায় সুখ পাওয়াি যায় না। অনেক বড়লোক আছে, যাদের ফ্রিজ ভর্তি খাবার। কিন্তু এই ঈদের তাদের টেনসানের শেষ নাই। মনে সুখ নাই। মনে আনন্দ নাই। বউ এর সাথে মিল মোহাব্বত নাই। বন্ধুদের সাথে আন্তরিকতা নাই। কোটি কোটি টাকার ঋনে জর্জরিত।
অন্যদিকে গ্রামের একজন কৃষকের কথাই চিন্তা করেন। ৮০ বছর বয়সের এই করিম চাচা এখন সুন্দর করে কৃষি কাজ করতে পারেন। তার ডায়েবেটিস, হৃদরোগ, হাফানি, অতিরিক্ত ওজন কোন অসুখ নাই। মাজে মাজে কাশ হলেও সরকারি ডাক্তার দেখালেই ঠিক হয়ে যায়। বউ এর সাথে এখনো রঙ্গ করে। বন্ধু বান্ধব, চাচাত্বো ভাই, মামাত্বো ভাই, খালাত্বো ভাই এর সাথে এখনো সুসম্পর্ক আ্ছে। টাকা আবল তাবল খরচ করেন না তিনি। তাই তিনি তেমন ধার দেনা করেন না। মাঝে মাঝে ঋন করলেও সঠিক সময়ে পরিশোধ করেন। কারো ক্ষতি করেন না। সব মিলিয়ে তিনি সুখেই আছেন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৩