
"ব্রডব্যান্ড ইন্টারনেটের সরাসরি এথারনেট কানেকশনের কিছু বৈশিষ্ট্য"
ইন্টারনেট ব্যাবহার করার সময় "Direct Ethernet Connection" বা "Wired Ethernet Connection" আমার কাছে ভালো লাগে।
আজকাল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার সাধারণ হয়ে গেছে, যা গতি ও স্থিতিশীলতার দিকে দিকে প্রগতি করেছে। কিন্তু কিছু ব্যবহারকারীরা এখনো রাউটার ব্যবহার না করে ইন্টারনেট সংযোগ স্থাপন করছেন সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের মাধ্যমে। এই পদ্ধতিকে সরাসরি ইথারনেট কানেকশন বলা হয়।
সরাসরি ইথারনেট কানেকশনের একটি বড় সুবিধা হল প্রতিষ্ঠানের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য রাউটারের প্রয়োজন নেই। এটি সরল ও দ্রুত। এছাড়াও, কিছু ব্যবহারকারী রাউটারের জন্য প্রদানকারী ব্যবহার না করে মূল সেবা এথারনেট কেবল দিয়েই ব্যবহার করতে পারে।
এই পদ্ধতি সহজ, খরচ কম, এবং ব্রডব্যান্ড সংযোগের সাথে সংগতিপূর্ণ। তবে, স্থানীয় নেটওয়ার্কের কম সীমানা ও কম্পিউটার থেকে মাধ্যমিক সার্ভারের সংযোগে স্থায়িতা সমস্যা হতে পারে। প্রকৃতিতে, এই পদ্ধতিতে অধিক ব্যবহার করা হয় ব্যক্তিগত ইউজার বা ছোট কোম্পানি গুলোর কাজে।
"Direct Ethernet Connection" বা "Wired Ethernet Connection" এর মানে টা কি? আপনারা যখন ব্রডব্যান্ড এর সংযোগ নেন তখন আপনারা কি করেন? ইন্টারনেট এর সংযোগ রাউটারে স্থাপন করেন। "Direct Ethernet Connection" বা "Wired Ethernet Connection" হচ্ছে রাউটারে ইন্টারনেট কনফিগার না করে সরাসরি লেপটপে বা ডেস্কটপে স্থাপন করা।

এমনটি করতাম ২০১৯ সালে। তখন আমি থাকতাম নানীর বাসায়। তখন আমার নানী বেশীর ভাগ সময়ই খালায় বাসায় থাকতেন। কারন খালা ছিলেন প্রাইমারি স্কুলের মাষ্টার। আর নানী খালার ছোট্ট মেয়েকে দেখাশুনা করার জন্য থাকতেন। আর সে বার মামায় বাসায় এসি লাগিয়েছিলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? খালি বাসা। এসি রুম। কি মজা!


এটাই ছিলো আমার কিছু সুখের স্মৃতির মধ্যে একটি। যেখানে ছিলো ফাকা বাসা। একটি এসি। লেপটপ আর ইন্টারনেট। আর সারাদিন রাত ইউটুবে সিনেমা দেখার সুবিধা। যদিও আমার মনে এখন এতটাও রং নাই। সেই সুখের দিন গুলো যদি ফিরে পেতাম.......? উপর ওয়ালার কাছে শুকরিয়া যে আমি এমন সুখের দিনগুলো পেয়েছিলাম। এই সুন্দর মুহুর্ত্ত উপহার দেবার জন্য তাকে ধন্যবাদ।




সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




