
শনিবার, ২২ জুন ২০২৪, ৮ আষাঢ় ১৪৩১, ১৫ জিলহজ ১৪৪৫ হিজরি।
গ্রামের বুকে বাড়ি বানানো মানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া। সবুজ শ্যামলিমায় ঘেরা এই প্রকৃতির কোলে বসবাস আমাদের মনে এনে দেয় অসীম প্রশান্তি। ছবিতে দেখা যায়, এক প্রশান্তির চিত্র—শস্যখেতের বিস্তীর্ণ প্রান্তর, নীল আকাশের নিচে বিদ্যুৎ লাইনের সরল পথচলা, আর এক কোণে দাঁড়িয়ে থাকা তালগাছ। আধুনিক সুবিধার সমাহার গ্রামকেও ছুঁয়ে গেছে—বিদ্যুৎ, ব্রডব্যান্ড লাইন, উন্নত হাসপাতাল, এবং ভালো মানের স্কুল। এই সবকিছু মিলিয়ে গ্রামের জীবন এখন আর আগের মতো পিছিয়ে নেই।
এখানে থাকা মানে শুধু প্রকৃতির সঙ্গে মিশে থাকা নয়, বরং আধুনিক জীবনের সুবিধাগুলোও উপভোগ করা। ছবিতে যা দেখা যায়, তা শুধু দৃশ্যমান সৌন্দর্য নয়, বরং আমাদের মনে এক ধরণের শান্তির বার্তা নিয়ে আসে। শহরের কোলাহল থেকে দূরে, এই গ্রাম্য পরিবেশে জীবন যাপন সত্যিই সুখের।
শহরের ব্যস্ততা, দূষণ, আর চাপ থেকে দূরে থাকতে গ্রামই হয়ে উঠতে পারে আমাদের নতুন ঠিকানা। উন্নত প্রযুক্তির সংস্পর্শে থাকা এবং পরিবেশের সান্নিধ্যে গ্রামীণ জীবনযাপন সত্যিই এক অপার সুখের আধার।

অকৃত্রিম প্রকৃতির মাঝে একটি পথ, যেটি মানুষকে দূরবর্তী স্থানের দিকে নিয়ে যায়। ছবি থেকে বোঝা যায়, দিনের আলো ক্রমেই ম্লান হচ্ছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য এখনও অপরূপ। রাস্তার পাশে ঝোপঝাড় ও খেজুর গাছ সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। মনে হয়, এ পথটি অনেক কাহিনী আর স্মৃতি ধারণ করে রেখেছে। এখানে প্রান্তরের নীরবতা আর প্রকৃতির নিবিড়তা মিলে মিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



