
২০১৫ সালে ভর্তি হলাম সোনারগাঁও সরকারি কলেজে। স্নাতকের শুরুতে পড়াশোনার চাপে দিনগুলো কেটে যেত।
২০১৭ সালে স্নাতক ৩য় বর্ষে ছিলাম। তখন যদি কেউ বলত, “ফ্রিল্যান্সিং শিখো, নিজের পায়ে দাঁড়াও,” হয়তো জীবনটা অন্য রকম হতো। ফাইবার বা আপওয়ার্কে কাজ করে ডলার আয় করতে পারতাম।
২০১৯ সালেও সুযোগ ছিল। শুরু করলে আজ হয়তো আর্থিকভাবে অনেক সচ্ছল থাকতাম। সময়টা তখন হাতছাড়া হয়েছে, কিন্তু শেখা হয়নি।
এখন বুঝি, ছাত্র অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার গুরুত্ব কতটা। সময় থাকতে শিখলে ভবিষ্যত তৈরি হয়।
যারা এখনো সময় পাচ্ছ, দেরি করো না।
==> ছাত্র অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করা উত্তম। ভবিষ্যতের জন্য এটি তোমার সেরা বিনিয়োগ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



