
শীতের দিনগুলোর গল্প
সকাল ৭টা। শীতের কুয়াশায় ঢেকে থাকা আকাশের নিচে সূর্য তখনো পুরোপুরি জেগে উঠেনি। শীতের নরম কম্বলের উষ্ণতা ছেড়ে উঠতে মন একদম চায় না। তবে উঠতেই হবে, কারণ আজ রাতে যে পিকনিকের আয়োজন!

এক কাপ গরম চা পান করে তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। তবে একা নন, সঙ্গে আছেন তার বন্ধু-বান্ধব এবং পাড়া-প্রতিবেশীরা। সবার মিলে বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হলো। নানা রকম মাংস, সবজি আর মসলায় ভরে উঠল ঝোলা। রাতে পিকনিকের আনন্দে মেতে উঠলেন সবাই।
পিকনিকের খাবার পর্ব শেষে, রাতের ঘুমানোর সময় তিনি ইউটিউবে শুনলেন একটি ভূতের গল্প। শীতের সকালে গরম চায়ের কাপে চুমুক, মাংসের সুস্বাদু খিচুড়ি, আর রাতে কম্বলের উষ্ণতায় মগ্ন হয়ে ভূতের গল্প শোনার এক আলাদা আনন্দ আছে। শীতকাল যেন এমন মুহূর্তগুলোকেই আরও বেশি প্রাণবন্ত করে তোলে।
শীতের দিনগুলো এভাবেই কেটে যায় গল্প, হাসি-আনন্দ, আর মধুর স্মৃতিতে ভরা।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



