প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় থাকে, যা হৃদয়ে গেঁথে থাকে চিরকাল। সেই সময়গুলো হয়তো খুব বেশি বড় কিছু নয়, কিন্তু সেগুলোর ছোঁয়ায় জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ, উজ্জ্বল। আমার জীবনেও তেমন কিছু মুহূর্ত রয়েছে, যেগুলো আজও মনে হলে মনে এক ধরণের প্রশান্তি নামে।
আমার জীবনের কিছু প্রিয় সময় হলো—
২০০৭ সাল,
২০১১ সালের প্রথম ভাগ,
২০১৭ সাল,
২০১৮ সাল,
এবং ২০১৯ সাল।
এর মধ্যে সবচেয়ে ভালো কেটেছে ২০১৭ ও ২০১৯ সাল। আর এক বিশেষ স্মৃতি হয়ে রয়েছে ২০২২ সালের ডিসেম্বর মাস।
এই সময়গুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয়—এগুলো আমার জীবনের পাথেয়, মনের ভেতরের আলো হয়ে রয়ে গেছে।
স্মৃতির পাতায় ভেসে আসে নওগাঁ জেলার এক প্রিয় মানুষ, রোকন ভাইয়ের কথা। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। একজন সাধারণ দোকানদার হয়েও তার ব্যক্তিত্বে ছিল এক আলাদা উষ্ণতা। আমি প্রায়ই তার দোকানে যেতাম, কথা বলতাম, আড্ডা দিতাম।
তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো সহজ, কিন্তু অপূর্ব—স্মরণীয়।
আজ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মন চায়।
হে সৃষ্টিকর্তা, এই সুন্দর সময়গুলোর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার অশেষ দয়ার কারণে আমি এসব মুহূর্ত উপভোগ করতে পেরেছি।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:০০